Aboutনামঃলাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ
প্রতিষ্ঠাতাঃআবদুস ছাত্তার খান

(প্রতিষ্ঠাতাঃ গ্রাম পাঠাগার আন্দোলন)

প্রতিষ্ঠাকালঃ১২ই এপ্রিল, ২০০৯

অবস্থানঃ ভূঞাপুর, টাঙ্গাইল

লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ ২০০৯ সালের ১২ই এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে। ক্লাবটি টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতিষ্ঠার বছর থেকেই একের পর এক সফলতার মুখ দেখে যাচ্ছে ক্লাবটি।তার মধ্যে অন্যতম অর্জন ৯ম জাতীয় গণিত উৎসবে শ্রেষ্ঠ গণিত ক্লাবের স্বীকৃতি অর্জন। বর্তমানে ক্লাবটিতে প্রায় ৩৫০ এর মতো সদস্য রয়েছে। প্রতি বছরই সফলতার সাথে ক্লাব থেকে গণিত উৎসব আয়োজিত হয় এবং বাছাইকৃতরা আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহন করে থাকে। ক্লাবটির রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার।বর্তমা একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং চার সদস্যের উপদেষ্টা কমিটির দ্বারা ক্লাবটি পরিচালিত হচ্ছে।